মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক মীর সউদ আলী চন্দনের দাফন সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, September 08, 2019

মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক মীর সউদ আলী চন্দনের দাফন সম্পন্ন




মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সংঙ্গীত শিল্পী ও মীর স্টুডিও এর স্বত্বাধিকারী, সংগঠক মীর সউদ আলী চন্দন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক মীর সউদ আলী চন্দন  বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মরহুম মীর মোজাফফর আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বাদ জোহর হোটেল বাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে মেহেরপুর কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে দাফন করা হয়। এর আগে তার লাশ সর্বধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য মেহেরপুর প্রেসক্লাবের সামনে রাখা হয়। এসময় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমূখ। এছাড়াও মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মরহুম মীর সউদ আলী চন্দনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা এবং শোক বহি খোলা হয়। মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ ইব্রাহীম শাহীন,মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম,মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, একশা’র সভাপতি আরিফুল এনাম বকুল প্রমুখ। পরে শোক বহিতে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, মেহেরপুরের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক বহিতে স্বাক্ষর করেন।

No comments: