মেহেরপুরে আস্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, September 09, 2019

মেহেরপুরে আস্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন


মেহের আমজাদ, মেহেরপুর-
“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানে বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বর্নাঢ্য র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে এসে শেষ হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম,মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দদুল্লাহ আল আমিন ধুমকেতু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,এনজিও প্রতিনিধিরা র‌্যালিতে অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম. এ খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক কবির আহমেদ মোল্যা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আসকার আলী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসার্রফ হোসেন,শিক্ষার্থী এলিসা প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দদুল্লাহ আল আমিন ধুমকেতু। আলোচনা সভায় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

No comments: