স্ত্রীর পরকীয়ার জেরে বাবা-মেয়ে হত্যাকাণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

স্ত্রীর পরকীয়ার জেরে বাবা-মেয়ে হত্যাকাণ্ড

সময় সংবাদ ডেস্ত//
চট্টগ্রামের বন্দর এলাকায় ঘরের মধ্যে বাবা-মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় মাহিন উদ্দিন নামের এক ব্যক্তিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

মাহিন উদ্দিনের সঙ্গে নিহতের স্ত্রী হাসিনার পরকীয়ার সম্পর্ক ছিল। মেয়ে এসব ঘটনা দেখে ফেলায় তাকে হত্যার পর হাসিনার স্বামীকেও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার দেওয়া তথ্যে মাহিন উদ্দিনের অবস্থান শনাক্ত করে নোয়াখালীতে অভিযান চালিয়ে মাহিনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে  সিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) সকালে নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় স্থানীয় বুচুইক্যা কলোনির  একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. আরিফ (৩২) এবং তার মেয়ে বিবি ফাতেমা (৪)।

Post Top Ad

Responsive Ads Here