সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গত বুধবার রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ইলিশ নীধনের দায়ে ৪ জেলে প্রত্যেককে একমাস করে বীনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই আঃ ছাত্তার, করণিক জাহিদ হোসেন ও পুলিশ সদস্যরা।
অভিযানে দন্ডপ্রাপ্ত জেলেরা হলো-ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীচর ইউনিয়নরে মোস্তাক শেখ (২৯), একই ইউনিয়নের আজাদ শেখ (২৮), বক্কার বেপারী (২৭) ও সেন্টু শেখ (২৫)। অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরন করেন ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্ত জেলেদের ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।