কষ্টি পাথরের মূর্তিসহ বোয়ালমারীর দুই যুবক রংপুরে পুলিশের হাতে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

কষ্টি পাথরের মূর্তিসহ বোয়ালমারীর দুই যুবক রংপুরে পুলিশের হাতে আটক


নিজস্ব প্রতিনিধিঃ 
রংপুরের সদর উপজেলার চন্দনপাটি ইউনিয়নের বদরগঞ্জ রোড থেকে ৩ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ মূর্তি পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে রংপুর কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের ছোলনা গ্রামের শাহিদ মোল্যার ছেলে মো. মহসিন রেজা (৩৫) ও নান্নু মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান (৩২)।

রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম মোবাইল ফোনে (০১৭১৩-৩৭৩৮৭৪) জানান, রংপুর শহরতলীর চন্দনপাটি ইউনিয়নের বদরগঞ্জ রোডে শুক্রবার (১৮.১০.১৯) রাত ১০টার দিকে পুলিশের নিয়মিত টহল চলাকালীন সময়ে সন্দেহজনক ভাবে মহসিন ও  হাবিবুর রহমানের দেহ তল্লাশি করে প্রায় তিন কেজি ওজনের মূল্যবান একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। এ সময় তাদেরকে আটক করে রংপুর কোতয়ালী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে আটককৃত দুই যুবক জানায়, তাদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি সত্যিকারের কষ্টি পাথরের মূর্তি কিনা তা যাচাই বাছাইয়ের জন্য প্রতœতত্ত¡ বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here