ডিআইজি প্রিজন বজলুর রশিদ গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

ডিআইজি প্রিজন বজলুর রশিদ গ্রেফতার

সময় সংবাদ ডেস্ক//
কারা সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

৩ কোটি ৮ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে মামলাটি দায়ের করে দুদক। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয়। 

রোববার দুপুরে দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ও সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টা থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। অবৈধভাবে উপার্জিত অর্থের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সচিব মোহম্মদ দিলোয়ার বখত বলেন, ‘বজলুর রশিদের বিরুদ্ধে ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের মতো বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। আপাদত একটি মামলায় তাকে গ্রেফতার করা হলেও অনুসন্ধানের পর তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আরও মামলা করা হবে।’

Post Top Ad

Responsive Ads Here