গণভবনে ঢুকতে দেওয়া হয়নি শেখ মারুফকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

গণভবনে ঢুকতে দেওয়া হয়নি শেখ মারুফকে

সময় সংবাদ ডেস্ক//
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে গণভবনে গেছেন যুবলীগের ৩১ নেতা। তবে এই তালিকায় নাম নেই যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মারুফ, নুরন্নবী চৌধুরী শাওন, ড. মীজানুর রহমান ও আতিয়ার রহমান দিপুর। 

এদের মধ্যে শেখ ফজলুর রহমান মারুফ রোববার বিকেলে গণভবনের গেটে গেলেও তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে কিছুক্ষণ দাঁড়িয় থেকে তিনি চলে যান। জানা গেছে, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে এখানে প্রবেশ করতে দেয়া হয়নি। 

এদিকে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে গণভবনে গেছেন ৩১ নেতা। তারা হলেন- যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মোঃ  ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, চয়ন ইসলাম, ড. আহম্মেদ আল কবির, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, এডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহাঃ বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান, আজহার উদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here