কালের কন্ঠের সম্পাদকসহ রাজশাহীর আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

কালের কন্ঠের সম্পাদকসহ রাজশাহীর আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা

সময় সংবাদ ডেস্ক//
অসত্য সংবাদ প্রকাশের অভিযোগ এনে কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও দুইজন রিপোর্টারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। পরে আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী লোকমান আলী। মামলায় আসামিরা হলেন, কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন, রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন ও রফিকুল ইসলাম। 

এ বিষয়ে বাদি পক্ষের আইনজীবী ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আলী বলেন, মামলা বাদি আজিজুল আলম বেন্টু একজন সম্ভ্রান্ত ও বিত্তবান পরিবারের সন্তান। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রথম শ্রেনীর ঠিকাদার। আজিজুল আলম বেন্টু অত্যান্ত সম্মানি ব্যক্তি এবং রাজনৈতিকভাবেও তিনি সুমানের সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। 

আইনজীবী বলেন, গত ১৩ অক্টোবর কালের কন্ঠ পত্রিকায় ‘ছাত্রলীগ নেতার খুনি এখন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শিরোনামে মিথ্যা ও ভূয়া সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে আজিজুল আলম বেন্টুকে একজন ট্রাক চালক, মাছ বিক্রেতা ও দুধ বিক্রেতা এবং সরকারি জমি ও ক্ষুদ্র নৃগষ্টির বাসস্থান দখল, ভয় দেখিয়ে নাম মাত্র মূল্যে সাধারণ মানুষের জমি কেনাসহ অস্ত্রধারি সহযোগি, জেলার ১১টি বালুমহাল নিয়ন্ত্রণ ও বেন্টুর দুইটি টর্চার সেল রয়েছে এমন মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এতে আমরা ক্ষুদ্ধ হয়েছি, ব্যথিত হয়েছি। যাতে বাদি তথা আওয়ামী লীগের ভাবমূর্তি, খ্যাতি ও সুনাম ক্ষুন্ন করা হয়েছে। এর প্রতিকার চেয়ে আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। 

আইনজীবী লোকমান আলী আরো বলেন, আদালত আমাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেছেন এবং সংশ্লিষ্ট থানায় তদন্তের জন্য পাঠিছেন। আমরা মনে করে এটি সঠিক আদেশ হয়েছে। কারণ আমাদের বিরুদ্ধে যে সংবদ প্রকাশিত হয়েছে তার সত্যতা নিরুপন হওয়া প্রয়োজন। সত্য নিরুপন হলে সমাজ জানবে। দেশের মানুষ যানবে এ ব্যক্তি দোষি ছিলেন কি না বা ওই পত্রিকা সঠিক তথ্য সরবরাহ করেছিল কি না। তদন্ত আসার পর আদালত সঠিক আদেশ দেবেন বলে আমরা আশা করছি।

এ বিষয়ে মামলার বাদি আজিজুল আলম বেন্টু বলেন, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের যে সুনাম, সম্মান ক্ষুন্ন করা হয়েছে তার প্রতিকার চাই। এজন্য আদালতে মামলা করেছি। আমি আশা করছি আদালতের মাধ্যমে আমি ন্যায় বিচার পাব।

Post Top Ad

Responsive Ads Here