ফরিদপুরের ধোপাডাঙ্গায় এক মন্দিরে ২৫২টি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৬, ২০১৯

ফরিদপুরের ধোপাডাঙ্গায় এক মন্দিরে ২৫২টি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভীর


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয়া দূর্গাপূজা। দূর্গা পূজার আয়োজনে দেশের সবচেয়ে বেশী পূজার আয়োজন হয় যে কয়টি জেলা তার মধ্যে ফরিদপুর একটি অন্যতম নাম। আর দূগাপূজা শুরুর পর থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। পূজা উপলক্ষে জেলার ৭৬৫টি মন্দিরে মন্দিরে চলছে আজ মহাষ্টমীতে নানা আয়োজন। আর এই আয়োজনে জেলার সবচেয়ে বেশী কৌতুহল সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকার সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের বাড়ির দূর্গা পূজা দেখতে।


 
এই মন্ডপে বৃহৎ পরিসরে ২৫২টি প্রতিমা নিয়ে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই ৪টি যুগের পৌরাণিক কাহিনী মহা ভারত ও রামায়ণের গল্পকথা যেন মূর্ত হয়ে উঠেছে ফরিদপুরের ধোপাডাঙ্গার যশোদা জীবন দেবনাথের বাড়ির দুর্গোৎসবে। এখানে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও স্থান পেয়েছে প্রায় আড়াইশ প্রতিমা। এখানে মৃৎশিল্পীরা তিন মাস ধরে রাত-দিন পরিশ্রম করে রামায়ণ ও মহা ভারতের কাহিনীকে যেন বাস্তবে নামিয়ে এনেছেন। ব্যতিক্রমী এই পূজার আয়োজন দেখতে সারাদেশের দর্শনার্থীরা আসছেন এখানে সকাল থেকে মধ্যে রাত অবধি। একই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেল থেকে যা চলে মধ্যে রাত অবধি। 


এই পূজার প্রধান আয়োজক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি জানান, দেবী দুর্গা, কার্তিক, গণেশসহ ছাড়াও প্রায় আড়াইশ প্রতিমা স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এখানে পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছে প্রতিদিন। এটা আমাদের খুব ভালো লাগার বিষয় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজা দেখতে দর্শনার্থীরা আসছে এখানে। আজ মহাষ্টমী বিকেলে অনেক বেশী দর্শনার্থী হবে বলে তিনি জানান। একই সাথে তার বাড়ীতে পূজা দেখতে সকলে আমন্ত্রন জানান।

Post Top Ad

Responsive Ads Here