ফরিদপুর নানা আয়োজনে মহাষ্টমী ও কুমারি পুজা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৬, ২০১৯

ফরিদপুর নানা আয়োজনে মহাষ্টমী ও কুমারি পুজা অনুষ্ঠিত


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
সনাতন ধর্মাবল্মবীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার মহাঅষ্টমী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। মহাষ্টমী পূজা উপলক্ষে রবিবার মন্দিরে মন্দিরে ভীর করছে ভক্তবৃন্দরা। 

এদিকে পূজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, অর্থ ও শাড়ী বিতরন করেছেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্থানীয় সরকার বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দাকর নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, সোহেল রেজা বিপ্লবসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিন তিনি সদর উপজেলা ও বোয়ালমারী উপজেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।  
 
অপরদিকে রবিবার দুপুর ১১টার দিকে বৃহত্তর ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে ও সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁদপুরের সবচেয়ে বড় পূজার আয়োজন ডঃ যশোদা জীবন দেবনাথের বাড়ীতে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলার সকল মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় কুমারী পূজার।   

ফরিদপুর রামকৃষ্ণ আশ্রম মন্দিরের কুমারী পুজার পুরোহিত সুরের নন্দ ও দুলসি মহারাজ জানান, ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। এবছর ফরিদপুরের নগরকান্দার গৌতম ত্রিবেদীর ৬ বছর বয়সি মেয়ে অনুষ্কাকে দেবী দূর্গা রুপে বরণ করে নিয়েছে জেলার সনাতন ধর্মাবল্বীরা। কুমারী পুজা দেখতে আশ্রমে দেশ ও পাশ^বর্তি দেশ ভারত থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ সমবেত হয়ে আরাধনা করছেন। তারা দেবীরুপী মাতার কাছে বিশে^র মানবকল্যানের জন্য প্রার্থনা করেন।
 
এবার ফরিদপুরে ৭৬৫টি মন্ডপে আয়োজন করা হয়েছে দূর্গা পূজার। শান্তিপূর্নভাবে দূর্গা পূজা শেষ করতে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে। মন্দির গুলোতে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, আনসারসহ মোবাইল টিম কাজ করছে। নিরাপত্তা দিতে পর্যাপ্ত ব্যবস্থা হাতে নেয়া হয়েছে পূজা মন্ডপ গুলোতে।  

Post Top Ad

Responsive Ads Here