সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
সনাতন ধর্মাবল্মবীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার মহাঅষ্টমী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। মহাষ্টমী পূজা উপলক্ষে রবিবার সকাল ১১টা থেকে সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, অর্থ ও শাড়ী বিতরন করেছেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্থানীয় সরকার বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দাকর নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, সোহেল রেজা বিপ্লবসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।
এদিন তিনি সদর উপজেলা ও বোয়ালমারী উপজেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।