ইসলামী শিক্ষা-সংস্কৃতি চর্চার উদ্যোগ নিয়েছে আ"লীগ সরকার-হুইপ স্বপন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, November 02, 2019

ইসলামী শিক্ষা-সংস্কৃতি চর্চার উদ্যোগ নিয়েছে আ"লীগ সরকার-হুইপ স্বপন।


নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন, ইসলামী শিক্ষা-সংস্কৃতি চর্চার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকার মডেল মসজিদ নির্মাণ শুরু করেছে, যাতে দেশের মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা ও সংস্কৃতি ভালোভাবে রপ্ত করতে পারে। ইসলাম শান্তির ধর্ম, আর আমরা সেটার চর্চা করতে চাই।

শুক্রবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মডেল মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাইয়ের ইউএনও মো. মোবারক হোসেন, কালাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দিল মোল্লা, জেলা গণপূর্ত উপ-বিভাগ(সিভিল) উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাছুমা বেগমের মালিক মো. মাছুদুর রহমান, জিন্দারপুর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আহম্মেদাবাদ ইউপির চেয়ারম্যান আলী আকবর, মাত্রাই ইউপির চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, উদয়পুর ইউপির চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা প্রমুখ।

No comments: