অনলাইন সাংবাদিকতায় দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৯, ২০১৯

অনলাইন সাংবাদিকতায় দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: 
‘অনলাইন সাংবাদিকতায় দায়বদ্ধতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন- সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ব হিসেবে আমরা জানি এবং মানি। এই সংবাদপত্রের অক্সিজেন হল সাংবাদিক। সাংবাদিক সমাজ তাদের কলম দিয়ে যা লিখেন তা দেশবাসী জানেন। তাই সাংবাদিক সমাজকে প্রতিবেদন তৈরীতে আরো যতœশীল হতে হবে। কেননা তাদের কলমে কোন একজনের সারাজীবনের অর্জিত সম্মান সেকেন্ডেই ম্লান হয়ে যেতে পারে। অর্জিত সম্মানে হানি ঘটলে তা আর ফিরে পাওয়া যায় না। তাই অনলাইন, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় যুক্ত সাংবাদিক সমাজকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

কর্মশালায় ‘অনলাইন সাংবাদিকতা: বাংলাদেশে সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী বলেন- আজকের শিশু অনলাইন মাধ্যমে যেভাবে পরিচিত আমাদের পিতা-মাতাগণ ওভাবে পরিচিত নন। আমরা প্রয়োজনে অনলাইনে নিজেদের যুক্ত রেখেছি। একবিংশ শতাব্দীতে অনলাইনের কোন বিকল্প নেই। তবে, আমাদের আরো সতর্কতার সাথে দায়িত্বশীল হয়ে অনলাইন ব্যবহারে অভ্যস্ত হতে হবে।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন-দৈনিক নয়াবাংলা'র সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েত উল্লাহ।

সন্দ্বীপ অঞ্চলে পাঠকের আস্তায় শীর্ষে 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকার উদ্যোগে শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় সংলগ্ন সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মো: কামাল হোসেনের পরিচালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিশিষ্ট উপস্থাপিকা দিলরুবা খানম।

কর্মশালায় অংশ নেন- এমকেএস ডট কমের সম্পাদক মাওলানা সোলাইমান কাশেমী, সমাজ কর্মী মিজানুর রহমান বাবু ও মাকছুদের রহমান, ফিচার লেখক সত্যব্রত খাস্তগীর, চিত্রশিল্পী সমীরন পাল, মোরা পত্র লেখক সমাজের সভাপতি সজল দাশ, পল্লী কবি জসিম উদ্দিন গোল্ড মেডেল বৃত্তির উদ্যোক্তা অধ্যক্ষ রতন দাশগুপ্ত, অনলাইন সাংবাদিক যথাক্রমে মো: মফিজুর রহমান, এম বেলাল উদ্দিন আকাশ, মহিউদ্দিন ওসমানী, শিপক কুমার নন্দী, এম আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, সেলিম উদ্দিন, সুজন চৌধুরী, কাজী শহীদুল্লাহ ওয়াহেদ, মো: মাকসুদুর রহমান, মো: জামশেদ, আব্দুল কাইয়ুম, আমিরুল মুকিম, কে.এম সাইফুল ইসলাম, রতন মল্লিক রাজু, ইব্রাহিম খলিল স্বপন, এমদাদুল হক, সাপ্তাহিক চাটগাঁ’র চট্টগ্রাম প্রতিনিধি রোকন উদ্দিন আহমেদ, মো: শাহজাহান, ওয়াহেদ হাসান জীবন, সংস্কৃতি কর্মী রতন ঘোষ।

কর্মশালায় অনলাইন দৈনিক চট্টগ্রামের আলো'র সম্পাদক ও প্রকাশক মো: মফিজুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here