ফরিদপুরের তিন উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, November 13, 2019

ফরিদপুরের তিন উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


ফরিদপুর প্রতিনিধি : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে বুধবার ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এর ফলে শতভাগ বিদ্যুতের আওতায় আসল আরো ২৩ উপজেলার কয়েক লক্ষ পরিবার ।

এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর জেলার সালথা, মধুখালি ও নগরকান্দা এই তিন উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। এর ফলে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এ অঞ্চলের আরোও ৯৩১৫৮ পরিবার। এর আগে ফরিদপুর সদর, আলফাডাঙ্গা ও চরভদ্রাসন উপজেলা তিনটি শতভাগ বিদ্যুতের আওতায় আসে। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সুবিধাভোগী মধুখালীর ১০ম শ্রেনির ছাত্রি লামিয়া নাজনিন বেলির সাথে সরাসরি কথা বলেন। 

অনুষ্ঠানে ফরিদপুর প্রান্তে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারি, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা আ’লীগ সভাপতি অ্যাডঃ সুবল চন্দ্র সাহাসহ জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগন।

No comments: