ভোলা বিসিক এলাকায় ৩২শ বস্তা সরকারী চাল জব্দ। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯

ভোলা বিসিক এলাকায় ৩২শ বস্তা সরকারী চাল জব্দ।




এ,কে এম গিয়াসউদ্দিন [ভোল]//
ভোলায় বিসিক এলাকায় খান ব্রাদার্স মিলে খাদ্য মন্ত্রণালয়ের ৩২শ বস্তা সরকারী চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের নতুন প্যাকেট করে বাজারজাত করার সময় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজসোমবার দুপুরে ভোলা সদরের চরনোয়াবাদের বিসিক এলাকায় অভিযান চালিয়ে ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন চালগুলো জব্দ করেন।

এসময় খার ব্রাদার্স এর মিলটিকে সিলগালা করেন এবং ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডসহ উভয় দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব  ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোজাফর সিকদারের ছেলে।

ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন নিশ্চিত করে বলেন, খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিক টন চাল এর মধ্যে ৯৪ মেট্রিকটন চালের প্রায় ৩ হাজার ২শ বস্তা চাল খাদ্য মন্ত্রণালয়ের সরকারী চাল। তারা র্দীঘ দিন ধরে বিভিন্ন চালের সাথে সরকারী চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের প্যাকেট করে বাজারজাত করার সময় অভিযানে প্রমাণ মিলেছে। এসময় মিলটিকে সিলগালা করা হয়েছে এবং ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডসহ উভয় দণ্ড প্রদান করা।



Post Top Ad

Responsive Ads Here