নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন বাংলাদেশি কারাম চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০১, ২০১৯

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন বাংলাদেশি কারাম চৌধুরী

সময় সংবাদ ডেস্ক//
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী কর্মকর্তা থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি কারাম চৌধুরী। গত বুধবার সকালে ম্যানহাটানে নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তাকে পদোন্নতির সার্টিফিকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার জেমস পি ও'নিল।

অনুষ্ঠানে কারাম চৌধুরীকে ক্যাপ্টেন ব্যাজ পরিয়ে দেন তার স্ত্রী বেগম চৌধুরী। এ সময় কারাম চৌধুরীর মা, খালাতো ভাই ক্যাপ্টেন আব্দুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন আরেক বাংলাদেশি আমেরিকান সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান, প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট সাঈদ সুমন, সাধারণ সম্পাদক সার্জেন্ট হুমায়ূন কবীর, লেফটেন্যান্ট প্রিন্স আলম, ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, সার্জেন্ট সাজিদুল ইসলাম, অফিসার মামুন সরদার, রাসেক মালিক, তাহের, পলাশ, শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কারাম চৌধুরী সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামের ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর ছেলে। তিনি ১৯৯৩ সালে ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে এর আগে আরও দুই বাংলাদেশি আমেরিকান পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- মোহাম্মদ আব্দুল্লাহ এবং পারোল আহমেদ। এছাড়া বাংলাদেশি আমেরিকান মিলাদ খান ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
নিউইয়র্ক পুলিশে বর্তমানে সাড়ে তিনশ' বাংলাদেশি পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে তিনজন ক্যাপ্টেন, ১৫ জন লেফটেন্যান্ট, ২৮ জন সার্জেন্ট ও অন্যরা অফিসার পদে কর্মরর্ত। এছাড়া ট্রাফিক বিভাগে ম্যানেজার ও সুপাইভাইজারসহ এজেন্ট হিসেবে কর্মরত রয়েছেন আরো সহস্রাধিক।

Post Top Ad

Responsive Ads Here