ভোলা চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত -১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯

ভোলা চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত -১



এ,কে এম গিয়াসউদ্দিন //
 ভোলা চরফ্যাশন সড়ক দুর্ঘটনায় মোঃ হাসেম মাঝি ওরপে মোঃ আব্বাস (২৭) নিহত হওয়ার খবর পাওয়া গিয়াছে। সুত্র জানায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নে বেড়ির উপর টেম্পুর নিচে চাপা পড়ে চালক মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস (২৭) নিহত হয়েছে।

বুধবার(২৭নভেম্বর) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের বকসী এলাকায় বেড়ীবাধের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঃ খালেক মাঝীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে অলিম্পিক কোম্পানীর একটি টেম্পু বিভিন্ন মাল নিয়ে,  চরকলমী বকসী এলাকার বেড়ী দিয়ে বকসী লঞ্চঘাটে যাওয়ার জন্য মোড় দিয়ে ব্রীজে উঠলে বিপরীত দিক থেকে হঠাৎ একটি নসিমন আসলে চালক টেম্পুটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় টেম্পুটি উল্টে গিয়ে চালক নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Post Top Ad

Responsive Ads Here