সালথার বাউষখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০১, ২০১৯

সালথার বাউষখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা এ সিদ্ধান্ত গ্রহন করেন। এসময় বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এবং এলাকার শতাধিক লোক  উপস্থিত ছিলেন। একাধিক অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগসহ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক অঞ্জু মজুমদারকে অবৈধ ভাবে বরখাস্ত করার অভিযোগে প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদ বলেন, আমার বিরুদ্ধে করা কোনো অভিযোগ সত্য নয়। কোনো প্রমাণ ছাড়াই, শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে, সম্পুর্ণ অন্যায় ভাবে এবং বিধি বহির্ভূত ভাবে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাকে কোনো প্রকার লিখিত না দিয়েই, বিদ্যালয়ের সকল আলমারির চাবি, প্রয়োজনীয় খাতা ও কাগজপত্র তারা আমার থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে। বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন হঠাৎ শতাধিক বহিরাগত লোক হাজির করে, আমার ওপর অবিচার করা হয়েছে। এ ঘটনা পূর্ব পরিকল্পিত এবং আমি  ষড়যন্ত্রের শিকার। এটা শিক্ষক সমাজের জন্য খুবই দুঃখজনক ঘটনা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদ ফকির বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ প্রাথমিক ভাবে সত্য বলে মনে হওয়ায়, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ সমূহ অধিক তদন্ত করে, পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here