মেহেরপুরে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০১, ২০১৯

মেহেরপুরে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা,উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয় ফুল তৈরি,গল্প রচনা,কবিতা রচনা,কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন,একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক খন্দকার জমশেদ আলী,সংগীত শিল্পী সাফিনাজআরা ইরানী, সংগীত শিল্পী ফৌজিয়া আফরোজ তুলি। প্রতিযোগিতা শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার সেখানে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here