ফরিদপুর প্রতিনিধি :
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধ’ুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুবদিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড, সুবল চন্দ্র সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম, ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর সামাদ, এনজিও ব্যক্তিত্ব মোঃ আজাহারুল ইসলাম প্রমুখ।
এদিকে একই সাথে জেলার প্রতিটি উপজেলায় নানা আয়োজনে পালন করা হয় জাতীয় যুবদিবস।