মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৯

মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত


সময় সংবাদ ডেস্ক//
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই গ্রামের সত্তরঞ্জন চৌধুরী গংদের সঙ্গে কৃষ্ণ সরকার গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা হলে ৪৪ ধারাও জারি করা হয়। কিন্তু ৪৪ ধারা অমান্য করে শুক্রবার সকালে পরিকল্পিতভাবে কৃষ্ণ সরকার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করতে গেলে অপরপক্ষ বাধা দেওয়া।

একপর্যায়ে কৃষ্ণ সরকার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা চাপাতি, শাবল লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ ৬জন মারাত্মক আহত হন।

আহতরা হলেন সত্তরঞ্জন চৌধুরী, উত্তম চৌধুরী ও তার স্ত্রী অঞ্জনা চৌধুরী, বিমান চৌধুরী ও তার স্ত্রী বাসন্তী চৌধুরী ও সুভাষ চৌধুরীর।

আহতদের ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সত্তরঞ্জন, সুভাষ ও উত্তম চৌধুরীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই ঘটনায় অভিযুক্ত কৃষ্ণ সরকারকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার জানিয়েছেন। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here