সময় সংবাদ ডেস্ক//
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ৯ নভেম্বর রাতে অথবা ১০ নভেম্বর সকালের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশালের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।
শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৯
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বুলবুল'
Tags
# আন্তর্জাতিক সংবাদ
# ঘূর্ণিঝড় 'বুলবুল'
# বাংলাদেশ
# সময় সংবাদ
# bangladesh
.png)
About সময় সংবাদ
bangladesh
লেবেলসমূহ:
আন্তর্জাতিক সংবাদ,
ঘূর্ণিঝড় 'বুলবুল',
বাংলাদেশ,
সময় সংবাদ,
bangladesh
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc