বিপিএল মাতাতে ঢাকায় এসেছেন সালমান-ক্যাটরিনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

বিপিএল মাতাতে ঢাকায় এসেছেন সালমান-ক্যাটরিনা

সময় সংবাদ ডেস্ক//
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে জাকজমকপূর্ণ এই আসরের।এরপর আয়োজনে পারফর্ম করবেন ভারত-বাংলাদেশের ৬ শিল্পী।

আয়োজনের প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়া থাকছেন বলিউডের দুই জনপ্রিয় গায়ক সোনু নিগম ও কৈলাশ খের। অন্যদিকে বাংলাদেশ থেকে মঞ্চ মাতাবেন জেমস ও মমতাজ।

ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন সালমান-ক্যাটরিনা।বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু করে সকাল ৯টার আশপাশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর একদম শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন এ দুই বলিউড তারকা।

Post Top Ad

Responsive Ads Here