টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : 
টঙ্গীর এরশাদনগর চাংকিরটেক এলাকায় আজ (রবিবার) ভোরে সেলিম মিয়া ওরফে কাইল্যা সেলিম (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহত সেলিম এরশাদনগর ৫নং ব্লকের মৃত: আবুল কাসেমের ছেলে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। 

এলাকাবাসী জানায়, সেলিমের বিরুদ্ধে এরশাদনগরসহ টঙ্গীর বিভিন্ন বাসাবাড়িতে গ্রীলকেটে ও তালা ভেঙ্গে চুরির অভিযোগ রয়েছে। রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে সে চাংকিরটেক এলাকায় গ্রীলকেটে চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনী দেয়। একপর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে রাখলে ভোর ৫টার দিকে সে মারা যায়। 

নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী চোর নয়। তাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমান আলী, জীবন দাস ও সোহেল বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। নির্মমভাবে পিটুনির একপর্যায়ে সে পানি খেতে চাইলে তাকে পানিও দেয়া হয়নি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here