ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা থেকে রুবেল ফকির(২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার দুপুরে পুলিশ লাশটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহত রুবেল উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামের নেকবার ফকিরের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রুবেল রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরে পরিবারের সদস্যরা রাতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর প্রকৃত কারন এখনো জানাযায়নি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

