যাদেরকে বছরজুড়ে খুঁজছে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯

যাদেরকে বছরজুড়ে খুঁজছে বাংলাদেশ

 সময় সংবাদ ডেস্ক//
গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে ২০১৯ সালে সারাবিশ্বে যাদেরকে খোঁজা হয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

বাংলাদেশ থেকে বিনোদনজগতের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলিউড অভিনেত্রী সারা আলী খানকে। বছরজুড়ে গুগলে খোঁজ করা মানুষদের তালিকায় ‘কেদারনাথ’ তারকার অবস্থান চতুর্থ। 

এই তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথম ১০জনের পাঁচজনই বাংলাদেশি ক্রিকেটার।

মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন আছেন তালিকার দ্বিতীয় ও তৃতীয় নম্বরে। এছাড়া মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন যথাক্রমে ৬ ও ৭ নম্বরে। চতুর্থ নম্বরে সারা আলী খান ছাড়াও বিনোদনজগতের আরও তিনজনকে খুঁজেছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। 

ইউটিউব চ্যানেলে গান করে গত বছর ভাইরাল হন ‘সামজ ভাই’, তিনি আছেন সারা আলী খানের ঠিক পরে, পাঁচ নম্বরে। অষ্টম অবস্থানে আছেন ‘ম্যাট্রিক্স’ খ্যাত কানাডীয় অভিনেতা কিয়ানু রিভস। ‘অপরাধী’ খ্যাত গায়ক আরমান আলিফ আছেন তালিকার ৯ নম্বরে। শীর্ষ দশে সব শেষে এসেছে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. দীপু মনির নাম।

শীর্ষ ১০ জনের তালিকা:

১. সাকিব আল হাসান

২. মো. নাঈম

৩. আফিফ হোসেন

৪. সারা আলী খান

৫. সামজ ভাই

৬. মুশফিকুর রহিম

৭. মোহাম্মদ মিথুন

৮. কেয়ানু রিভস

৯. আরমান আলিফ

১০. ডা. দীপু মনি

Post Top Ad

Responsive Ads Here