![]() |
জাল বিতরন |
শিমুল চন্দ্র দাস, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাল বিতরণ করা হয়েছে।বুধবার বিকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রগ্রাম ফেজ-২ প্রজেক্ট(এনএটিপি-২) এর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে সিআইজি (মৎস্য) সমিতির মাঝে জাল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাল তুলেদেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) রবিউল হক উপস্থিত ছিলেন।