ঝিনাইদহ সদরের নতুন ইউএনও বদরুদ্দোজা শুভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০১, ২০১৯

ঝিনাইদহ সদরের নতুন ইউএনও বদরুদ্দোজা শুভ



ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন বদরুদ্দোজা শুভ। সম্প্রতি বিদায়ী নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের কাছ থেকে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। ৩০তম বিসিএস এর মাধ্যমে সরকারি কর্ম কমিশনে যোগদানকৃত এই কর্মকর্তার বাড়ী পটুয়াখালী সদর উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগের বিবিএ ও এমবিএ করা এই মেধাবী ছাত্র প্রথম মাদারীপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন। পরে বরগুনার তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।  

ঝিনাইদহে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্যারের নির্দেশনায় সদর উপজেলাকে সারাদেশের মাঝে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এজন্য তিনি সকলের সহযোগিতায় কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here