নানা আয়োজনে ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯

নানা আয়োজনে ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


ফরিদপুর প্রতিনিধি :
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্বরণে ফরিদপুরে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। 

শনিবার সকালে শহরের স্টেডিয়াম সংলগ্ন গণকবরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও আওয়ামীলীগের নেতারা। 
 
পরে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, মুক্তিযোদ্ধা পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গনকবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। তার আগে শহীদদের স্বরণে এক মিনিট নিড়বতা ও দোয়া করা হয়। 

এছাড়া প্রতীকী বধ্যভূমি তৈরী করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করা হয়। ফরিদপুর টাউন থিয়েটারের আয়োজনে শহরের মুজিব সড়কের টাউন থিয়েটার চত্বরে এই প্রতীকী অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক অতুল সরকার মোমবাতি প্রজ্জলন করে প্রতীকী বধ্যভূমি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Post Top Ad

Responsive Ads Here