ঘাটাইলের দেওপাড়া খাকুরিয়া ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, December 14, 2019

ঘাটাইলের দেওপাড়া খাকুরিয়া ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড়

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল //
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন খাকুরিয়া ব্রিজ ঝুকিপূর্ন হয়ে পড়েছে। দেওপাড়া কালিহাতী সড়কের দেওপাড়া খাকুরিয়াতে অবস্থিত ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পাড় হয় এ ব্রিজ দিয়ে। বিকল্প কোন সড়ক না থাকায় শত শত যানবাহন বাধ্য হয়েই প্রতিনিয়ত ঝুঁকিপুর্ন এ ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে যানবাহন পার হওয়ার সময় গাড়ীর একপাশ উচু করে যাত্রীরা যানবাহন পার করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। কালিহাতী থেকে দেওপাড়া -ধলাপাড়া, গান্ধী, চৌরা, কালিকাপুর, তালতলা, শোলাকী পাড়া, শিবের পাড়া, মলাজানি, বাদামজানি সহ বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এ ব্রিজ।

সিএনজি চালক আমিনুর জানান, এই ব্রিজটির ওপর দিয়ে সিএনজি চালাতে খুব ভয় করে, যে কোন সময় দূর্ঘটনার কবলে পড়তে পারি। অটোরিক্সাগুলো এ ব্রিজের উপর দিয়ে পাড় করতে গেলে ৩-৪ জন লোক মিলে গাড়ীর একপাশ উচু করে ধরে গাড়ী পাড় করতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটির সংস্কার করা উচিত। 

কালিহাতী থেকে দেওপাড়াগামী সিএনজি যাত্রী রোকন তালুকদার জানান, দেওপাড়া থেকে কালিহাতী ও টাঙ্গাইল যাওয়ার বিকল্প কোন সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে যাতায়াত করি। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অতিদ্রæত ব্রিজটির সংস্কার প্রয়োজন।


No comments: