শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পণ


মেহের আমজাদ,মেহেরপুর //
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে পুষ্পমালা অর্পন করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া,আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন,সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল,সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ.কে আজাদ সাগর,যুবলীগ নেতা আল মামুন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কে.এম বদরুল হাসান,সাধারন সম্পাদক প্রবির মিত্র সহ মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনে অংশ নেয়।

Post Top Ad

Responsive Ads Here