মেহের আমজাদ, মেহেরপুর //
র্যালি,আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান, টিটিসির অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এ দিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি আশরাফুল ইসলাম,সহকারী কমিশনার মাহমুদুল হাসান,নিরুপমা রায়,টিটিসির অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।