ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে দশ শত মোমবাতি প্রজ্বলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে দশ শত মোমবাতি প্রজ্বলন



ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।

সন্ধ্যায় শহরের শেখ জামাল স্টেডিয়ামের পাশে অবস্থিত গণকবরে দশ শত মোমবাতি প্রজ্বলন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা অওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা নির্হী মোঃ মাসুম রেজা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচ এম ফুযাদ, জেলা স্বেচ্চাসেবকলীগের আক্কাস হোসেন, জাহিদ ব্যাপারী,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া সন্ধ্যায় ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত শহীদের নাম সম্বলিত স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে বেদীর পাদদেশে আলোচনা সভা করে বন্ধুসভার সদস্যরা।

Post Top Ad

Responsive Ads Here