সময় সংবাদ ডেস্ক//
জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩ কেজি ওজনের ইলিশ। বাজারে তুলতেই ক্রেতাদের ভি’ড় করেন ইলিশটি কিনতে। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে মাছটি।গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের উড়িষ্যার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে এ মাছটি বাজারে নিয়ে আসেন স্থানীয় জেলে প্রমাণাকার।
বাজারে আনার সাথে সাথে ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। দিঘা মোহনায় অজিত হাজরার আড়তে মাছটি আসার পরই হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে।ইলিশ নিয়ে সেলফি তোলার ধুম শুরু হয় পর্যটকদের মধ্যে।
দীর্ঘ দরদামের পর ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। বিশালাকার ইলিশটি কেনে কলকাতার এসডিআর নামে একটি কোম্পানি। গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ বলে জানিয়েছেন আড়ৎকর্মী সুদীপ হাজরা।
আরো পড়ুন:আবারো ঝড় তুললেন আমির কন্যা ইরা:করিনা কপূরের ছেলে তৈমুর, শাহরুখ কন্যা সুহানা খান ইতিমধ্যেই শিরোনামে এসেছেন একাধিকবার। এ বার সেই তালিকায় প্রায়শই আসছেন আমির খানের মেয়ে ইরা খান। ইতিমধ্যেই ‘ইউরিপিডেস মেডিয়া’ নামের একটি নাটক পরিচালনা করে খবরে এসেছিলেন ইরা।
রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ফোটোশুটের কয়েকটি ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ফের আলোচনা শুরু হয়েছে আমির কন্যাকে নিয়ে।
ফোটোশুটের সেই ছবি শেয়ার করে ইরা খান লিখেছেন,
‘হোয়াট আ ভিউৃ’ ফটোগ্রাফি বাই রুবেজ নামের মুম্বইয়ের এক সংস্থা তুলেছে সেই ছবি। সেখানে আমির কন্যাকে দেখা যাচ্ছে, বেগুনি রঙের পিঠখোলা গাউনে। সেই গাউন পরেই বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।পোস্টের একদিনের মধ্যে সেই সব ছবিতে পড়েছে প্রায় ৪০ হাজার লাইক।