টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত নিহত

সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের টেকনাফ হ্নীলা দমদমিয়া এলাকায় র‍্যাবের সাথে গুলি বিনিময়কালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম (৩৮) নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

ডাকাত আব্দুল করিম উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দুস সালামের ছেলে।

র‍্যাব-১৫ এর টেকনাফ ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, রাত আড়াইটার দিকে গোপন সংবাদে র‍্যাব জানতে পারে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন দমদমিয়া এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি অভিযানিক দল ঐ এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এরপর আত্মরক্ষার্থে র‍্যাবের পক্ষে থেকে পাল্টা গুলি ছোঁড়া হয়।
এ ঘটনায় উভয় পক্ষের গুলি বিনিময়কালে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিম (৩৮) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মতদেহটি মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, ২ রাউন্ড গুলির খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Post Top Ad

Responsive Ads Here