স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর গলায় ফাঁস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর গলায় ফাঁস

সময় সংবাদ ডেস্ক//
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী সোনা বিবিকে (৩৫) কুপিয়ে হত্যার পর স্বামী মান্নান গাজী (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশের ধারনা স্বামী-স্ত্রীর বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত সোনা বিবি কালিঞ্চি  গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে। তাদের দু'টি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। সোনা বিবির শরীরে, ঘাড়ে, গলায়, পিঠে ও পায়ে জখমের চিহৃ আছে। এরপর মান্নার গাজীর ঝুলন্ত মরহেদ বাড়ির পাশের গাছ থেকে উদ্ধার করা হয়। 

সাতক্ষীরা শ্যামনগর থানার (ওসি) ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত সোনা বিবি ও মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী-স্ত্রীর বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here