ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে মালবাহী ট্রাক চাপায় নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে মালবাহী ট্রাক চাপায় নিহত ২



ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জের বারেবাজারে মাল বোঝাই ট্রাক উল্টে যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো উপজেলার পিরোজুর গ্রামের আসলাম হোসেন (৪৮) ও ওই গ্রামের ভাগ্নে তুহিন (২৬) । আহতরা ভ্যানযোগ বাড়ি ফিরছিল। ঘটনাটি ঘটেছে  শনিবার রাত ৭ টার সময় যশোর ঝিনাইদহ মহাসড়কের বারবাজার পিরোজপুর কড়ইতলা নামক স্থানে।

বারবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শনিবার রাত ৭ টার সময় একটি সার বোঝাই ট্রাক নোয়াপাড়া থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিল। ট্রাকটি পিরোজপুর কড়ইতলা নামক স্থানে পৌছলে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গেলে ট্রাকটি উল্টে পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে।

এ সময় তুহিন নামের (২৬) নামের এক যুবক নিহত হয়। আহত আসলামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বারবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করেছে।  উল্লেখ্য,যশোর গতখালির শাহজাহানের ছেলে তুহিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে মামা বাড়িতে থেকে লেখাপড়া করতো। সম্প্রতি একটি কোম্পানীতে চাকরী হওয়ায় মামা বাড়িতে খবর নিয়ে যাচ্ছিল। মামা বাড়িতে পৌছানোর আগেই সে মর্মান্তিক সড়ক দূঘটনায় নিহত হলো।


Post Top Ad

Responsive Ads Here