বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে এগিয়ে নেয়ার দায়িত্বও ফরিদপুরবাসির বেশী: মোশাররফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ১৩, ২০২০

বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে এগিয়ে নেয়ার দায়িত্বও ফরিদপুরবাসির বেশী: মোশাররফ

DESK NEWS:
ফরিদপুর- ৩ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলা ফরিদপুর, এজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে তাঁর জন্মশতবর্ষে লালন করে এগিয়ে নেয়ার দায়িত্বও ফরিদপুরবাসির বেশী। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ আর স্বপ্ন নয়, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আগামি বছরই বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হতেযাচ্ছে। আর ৪১সালে উন্নতদেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানোর বঙ্গবন্ধুর স্বপ্ন টুকু বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

তিনি রোববার রাতে জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ ক্ষণগণনা উপলক্ষে চেতনায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, তাঁর দুই কন্যা শারিতা মিল্লাত রিতু ও শারিন হোসেন পিংকি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল। 

পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এর আগে প্রধান অতিথি ফানুস উড়িয়ে ও আতোশ বাজি ফুটিয়ে মুজিব বর্ষের ক্ষণগণনার দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন।

Post Top Ad

Responsive Ads Here