নিরেন দাস(জয়পুরহাট)রিপোর্টার-
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাহিম বাঁদনের আয়োজনে ৩ নম্বর ওয়ার্ডের সকল এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
(২২ এ জানুয়ারি) বুধবার বিকেল ৪ টায় আক্কেলপুর আদর্শ ক্লাবের কমিউনিটি সেন্টারে ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে,অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য ও পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্ত যোদ্ধা সাদেকুর রহমান সাদেক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর কবিরাজ, বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম এমআর ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ মতিন মোল্লা, শিক্ষক বিকাশ সাহা,ব্যবসায়ী রাব্বি চৌধুরী, শিক্ষক জাইদুল ইসলাম বিদ্যুৎ সহ উপস্থিত আরও অন্যান্য নেতৃবৃন্দরা।
পরে ৩ নং ওয়ার্ডের এসএসসি/সমমান মোট ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথি বৃন্দরা।