আদালতে জবানবন্দি দিল ঢাবির সেই ছাত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ১১, ২০২০

আদালতে জবানবন্দি দিল ঢাবির সেই ছাত্রী

   
সময় সংবাদ ডেস্ক//
আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বেগম ইয়াসমিন আরার আদালতে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দিতে সেদিন যা ঘটেছিল তা তুলে ধরেন নির্যাতিত শিক্ষার্থী। এর আগে বুধবার (৮ জানুয়ারি) ধর্ষক মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।

গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। এরপর ধর্ষকের গ্রেফতার দাবিতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর দু’দিন পর বুধবার রাতে রাজধানীর শেওড়া থেকে মজনুকে গ্রেফতার করে র‌্যাব।

Post Top Ad

Responsive Ads Here