নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাই উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও বেগুনগ্রাম চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল মাদ্রসার ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি। শনিবার(২৫-জানুয়ারি) দুপুরে কালাই উপজেলার আওয়ামীলীগ পার্টি অফিসের চত্বরে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকায় ব্যয়ে উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্বাচিত মাদ্রাসা সমূহে উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার বেগুনগ্রাম চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল মাদ্রসার চত্বরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে প্রায় ৩কোটি ৭০লক্ষ টাকায় ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
পরে উপজেলার বেগুনগ্রাম চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল মাদ্রসার চত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বেগুনগ্রাম চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল মাদ্রসার গর্ভনিং বডির আয়োজনে ডাঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছালাম আকন্দ। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বেগুনগ্রাম চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আবু তাহের, পুনট ইউ’পির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, মাত্রাই ইউ’পির চেয়ারম্যান আ.ন.ম.শওকত হাবিব তালুকদার লজিক, জিন্দারপুর ইউ’পির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উদয়পুর ইউ’পির চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা, আহম্মেদাবাদ ইউ’পির চেয়ারম্যান মো.আলী আকবর, প্রমুখ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালাই, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা।

