সদরপুরে একতা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২০

সদরপুরে একতা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুরে অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে ৩ দিন ব্যাপী  কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন একতা ফাউন্ডেশন।


জানা যায়, গত বুধবার,বৃহস্পতিবার, ও আজ শুক্রবার এই তিনদিন যাবৎ উপজেলার আকোটের চর ইউনিয়ন ও চর বিষ্ণুপুর ইউনিয়নে প্রায় দুইশত অসহায়,দরিদ্র ও প্রতিবন্ধীদের খুঁজে খুঁজে বের করে কম্বল বিতরণ করেছেন একতা ফাউন্ডেশন।


কম্বল বিতরণকালে একতা ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মিম জানান,২০১৫ সাল থেকে আমাদের পথ চলা।বিভিন্ন সময় নানান সমাজ সেবামূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় আমাদের আজকের এই অবস্থান।আমরা নিজেরা মাসিক একটি নির্দিষ্ট পরিমান টাকা জমিয়ে এই সব সেবামূলক কাজ করে থাকি।আগামীতে আরো ভালো ভালো কাজ করতে চাই।


এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের,জাফর মাহমুদ,বাতেন মিয়া,রাজ্জাক,রাকিব মাহমুদ,আজিজুল,জাহিদ, আকমাল ,সুহান ,মোবারক ,মামুন প্রমূখ।



S.S.D/24/1/2020

Post Top Ad

Responsive Ads Here