ফরিদপুরে শতভাগ স্কুলে মিড ডে মিল চালু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ১৫, ২০২০

ফরিদপুরে শতভাগ স্কুলে মিড ডে মিল চালু


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে চালু হয়েছে শতভাগ মিড ডে মিল। এতে সাবির্কভাবে সহযোগিতা দিয়ে চলছেন ফরিদপুর জেলা প্রশাসন। 

 

জানায়ায়, জেলার ৮শত ৮৮টি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল চালুর ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার অগ্রনী ভূমিকা রেখেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় জেলার সকল স্কুল গুলোতে টিফিন বক্স ব্যবস্থা করে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। আর এতে তারা দুপুরের খাবার নিয়ে আসছেন স্কুলে। এতে স্কুল পালানোসহ বিভিন্ন সমস্যা দূর হয়েছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের। 

 

ফরিদপুর জেলা প্রাথমিক অফিসার তৌহিদুল ইসলাম জানান, জেলায় প্রথম দিকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলেও পরে পর্যায়ক্রমে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির আওতায় আনা হয়। তিনি বলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আমাদের স্কুল গুলোতে টিফিন বক্স ব্যবস্থা করে দিয়েছে। একই সাথে আমরা অভিবাবক ও শিক্ষার্থীদের কে মিড ডে মিল চালুর ব্যাপারে উৎসাহিত করি। এখন জেলার সকল স্কুল গুলোতে মিড ডে মিল চালু করা সম্ভব হয়েছে। 

 

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে সকল স্কুল গুলোতে মিড ডে মিল চালুর ব্যবস্থার কথা বলি। আমি চাই দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীরা কেও যাতে না খেয়ে থাকে। আর এজন্য স্কুল গুলোতে টিফিন বক্স ব্যবস্থা করা ছাড়াও আমি সব সময় তদারকি অব্যাহত রেখেছি।


Post Top Ad

Responsive Ads Here