আকলমের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, January 24, 2020

আকলমের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
শিক্ষার্থীদের সু-শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আকলম কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

 এসময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই প্রতি বছরের প্রথম দিন ১ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। খেলাধুলায় ছাত্র যুবদের অংশগ্রহন থাকলে মাদক, ইভটিজিং থেকে জাতি মুক্ত থাকবে। উন্নত হবে দেশের আইন শৃঙ্খলা। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশেকে একটি আদর্শ দেশে পরিনত করি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আবুল বাশার মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন ও কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাতিমা সাঈদ প্রমুখ। এসময় বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। 

No comments: