শিমুল চন্দ্র দাস, রাজবাড়ী:
রাজবাড়ী চাঞ্চল্যকর মামলার দুই আসামী আহসান হাবিব ওরফে লালু (৩০) ও শাহ আলম (২৮) কে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। গত ৪ঠা আগস্ট ২০১৯ সালে রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর এলাকায় স্ত্রীর পরক্রিয়ার সন্দেহের জের ধরে স্বামী মোঃ শাহীন খান (২৮) নামে এক যুবকের দুই হাতের কনুই পর্যন্ত কেটে ফেলে । এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় শাহীনের বাবা বাদী হয়ে পাচ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে । রাজবাড়ী সদর থানার মামলা নং-০৮ ধারা -১৪৩/৩০৭/৩২৬/৩৭৯/৩৪ তারিখ ৫ই আগস্ট ২০১৯ । এ ঘটনায় রাজবাড়ীতে চাঞ্চলের সৃষ্টি হয়। শাহীনের বাবা ছেলের কাটা দুটি হাত ব্যাগে নিয়ে দ্বারে দ্বারে গিয়ে বিচার দাবী করে। এঘটনায় দুইজন গ্রেফতার হলেও অন্যান্যরা পালিয়ে বেড়াতে থাকে ।
মামলার ছয় মাস পর গত ১২ই জানুয়ারী ২০২০ রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর এলাকার আমিন হক বারীর ছেলে আহসান হাবিব ওরফে লালু (৩০) কে জেলার সুলতানপুরস্থ্য এক আতœীয়ের বাড়ী থেকে ও অপর আসামী একই এলাকার সুরুজ লাঠিয়াল এর ছেলে শাহ আলম (২৮) কে ঢাকা জেলার সাভার থানাধীন রমনা কালী মন্দির এলাকা থেকে গোপ্ন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার এর নেতৃত্বে এস আই হীরন কুমার বিশ্বাস সহ সঙ্গীয় পুলিশ সদস্য আসামীদের গ্রেফতার করে। তবে এ মামলার প্রধান আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে চেষ্ঠা চালাচ্ছে পুলিশ ।
এ ব্যাপারে সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেছে রাজবাড়ী পুলিশ সুপার মোঃমিজানুর রহমান পিপিএম(বার)।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, গত ৪ঠা আগস্ট ২০১৯ স্ত্রীর পরক্রিয়ার সন্দেহের জেরে পাঁচজন আসামী শাহীন কে তার বাড়ী থেকে ডেকে নিয়ে রাজবাড়ী সদর থানাধীন কল্যাণপুর এলাকায় ঐ দিন বিকালে স্থানীয় বালুর মাঠ নামক এলাকায় নিয়ে পাচ জন জোড় করে শাহীনের দুই হাত কনুই পর্যন্ত কেটে দেয়। এ ঘটনা অত্যান্ত বেদনাদায়ক। ছেলেটির বাবা ছেলের কাটা দুটি হাত ব্যাগে নিয়ে দ্বারে দ্বারে বিচারের জন্য গিয়েছিলো।
এ ঘটনায় আসামীদের ধরার জন্য আমাদের পুলিশ প্রশাসন অকান্ত চেষ্ঠা চালিয়েছে । কিন্তু আসামীরা বিভিন্ন যায়গায় আত্মগোপনে থাকার কারনে আসামীদের ধরতে বিলম্ব হয়েছে। আমারা ধৃত আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছি। আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।