ধনবাড়ীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২৩, ২০২০

ধনবাড়ীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


হাফিজুর রহমান.ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২৩ জানুয়ারী ২০)ইং বিদ্যালয় প্রাঙ্গনে সহকারী শিক্ষক সোলাইমান আকন্দের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিল উদ্দিনের সভাতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয় বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ পিন্টু, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য মুহাম্মদ আব্দুছ ছালাম প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক ইউনুস আলী ।
শেষে বিদ্যালয়ের সাবেক গুনীজন শিক্ষক কানিজ ফাতেমা, সুলতানা রিজিয়া ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরুস্কার বিতরন করেন।

Post Top Ad

Responsive Ads Here