মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফিনলের বুরবুরিয়া চা-বাগানের বধ্যভূমির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহীম মিয়া উপজেলার ভানুগাছ রোডের মতিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাতের কোনো এক সময় তাকে হত্যার পর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
এএসপি (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান জানান, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল ইব্রাহীম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় রাতে মাইকিং ও থানায় জিডি করা হয়। মঙ্গলবার সকালে চা-বাগানে কাজে গেলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখে পুলিশে খবর দেয় শ্রমিকরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।