বোয়ালমারীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, February 25, 2020

বোয়ালমারীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার (২৪.০২.২০) রাতে এক কিশোরীর বাবাকে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।


 আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। আদালত সূত্রে জানা যায়, পরমেশ্বরদী  গ্রামের মো. ইবাদত মোল্যার (৪০) মেয়েকে সালথা উপজেলার বলভদী ইউনিয়নের রাজনগর  গ্রামের মো. নজরুল মোল্যার ছেলে মো. হৃদয় মোল্যার (২৫) সাথে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে ইউএনও দুপুরে কনের বাড়িতে গিয়ে ছেলে এবং মেয়েসহ অভিভাবককে আটক করে নিয়ে আসে। পরে রাতে নিজ কার্যালয় আদালত বসিয়ে বাল্য বিয়ে নিরোধ আইন ২০০৭ এর ৮ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন করেন কনের বাবাকে। এ সময় প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মের্ম মুচলেকা দেন।

No comments: