জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন ও কতিপয় বিষয় সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সরকারি এমএম আলী কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. এনামুল হোসেন, পদার্থ বিভাগের মনিরুজ্জামান, সরকারি সা’দত কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু আহমেদ শেরশাহ, মাহাতাব, ফারিহা প্রমুখ। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংস্কারের বিষয় ও দাবিসমূহ হচ্ছে- প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন করা। কলেজগুলোতে নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় না করা। সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স ও গবেষণাগার প্রতিষ্ঠা করা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও ক্লাস রুম সংকট দূর করা। প্রতিটি কলেজ সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা প্রদ্ধতি চালু করা।