ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় স্কুল শিক্ষক জাহিদ হোসেন মিয়া (৩৫) এর বিরুদ্ধে ৬ষ্ট শেনীর এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এ.এ এন্ড এন ইউ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক জাহিদ হোসেন ইউসুফদিয়া এ.এ এন্ড এন ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী (কৃষি) শিক্ষক।
স্থানীয়ভাবে জানা যায়, ইউসুফদিয়া এ.এ এন্ড এন ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী (কৃষি) শিক্ষক মোঃ জাহিদ হোসেন মিয়া ২০১১ সালে যোগদান করে। তিনি ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় একটি ভবনে থাকেন। প্রতিদিন বিকালে তার থাকার রুমে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। ঘটনার দিন প্রাইভেট শেষে সবাই যাওয়ার পরে ঐ স্কুলের ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করে। ঐ ছাত্রের বাবা মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, আমার ছেলের সাথে যে খারাপ আচরণ করেছে জাহিদ মাষ্টার, তাতে আমার ছেলে ঐ স্কুলে আর পড়বে না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজন জাহিদ মাষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। ঐ শিক্ষকের শাস্তি না হলে আমরা আইনের আশ্রয় নিবো। এই ঘটনার পর ঐ ছাত্র জ্বরে ভুগছেন। অভিযুক্ত শিক্ষক জাহিদ হোসেন মিয়া কোন প্রশ্নের উত্তর না দিয়ে এসব নিয়ে লেখা-লেখি না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বলেন, এই ঘটনার সঠিক বিচার করা হবে। ম্যানেজিং কমিটির সকলের সাথে বসে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনার বিষয়ে অভিযোগ পেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের বলেন, ছাত্র বলাৎকারের মতো ন্যাক্কারজনক ঘটনার কথা শুণেছি। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।